বেলজিয়ামে করোনায় শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বেলজিয়ামে এক শিশুর মৃত্যু হয়েছে। বেলজিয়ামের গণস্বাস্থ্য দপ্তরের দৈনিক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বলে  ব্রাসেলস টাইমসের খবরে বলা হয়েছে।

বেলজিয়াম সরকারের মুখপাত্র স্টিভেন ভ্যান গাক্ট বলেন, ‘গতকাল (সোমবার) ১২ বছরের একটি মেয়ে মারা গেছে। সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল। তিন দিন ধরে জ্বরে ভোগার পর, হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয়।’

‘এ মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে স্পর্শ করেছে। আমরা তার মা-বাবা, পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই’, যোগ করেন স্টিভেন ভ্যান গাক্ট।

ভ্যান গাক্ট বলেন, যেকোনো বয়সের মানুষই (করোনাজনিত) জটিলতায় ভুগতে পারেন, তবে (করোনায়) কমবয়সীদের মৃত্যুর ঘটনা বিরল।

ভ্যান গাক্ট আরো বলেন, ‘আমরা জানি না, কেন মাঝেমধ্যে ব্যাপারগুলো বিগড়ে যায়। এমন ঘটনাগুলো আলাদা আলাদাভাবে পরীক্ষা-নিরীক্ষা করা গুরুত্বপূর্ণ।’

বেলজিয়ামে গতকাল সোমবার পর্যন্ত করোনায় নতুন আরো ৯৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১২ বছর বয়সী ওই শিশুও রয়েছে। দেশটিতে করোনায় মৃত ৭০৫ জনের মধ্যে ৯৩ শতাংশের বয়সই ৬৫ বছরের বেশি।