বৈশ্বিক প্রবৃদ্ধি ২০২৩ সালে ৩ শতাংশের নিচে নামবে : আইএমএফ প্রধান

Looks like you've blocked notifications!
ক্রিস্টালিনা জর্জিয়েভার পুরোনো ছবি রয়টার্সের

বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনীতিতে ক্রমাগত মন্দার কারণে এই বছর বৈশ্বিক প্রবৃদ্ধি তিন শতাংশের নিচে নেমে আসবে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। আগামী সপ্তাহে আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের আগে বৃহস্পতিবার এক বক্তৃতায় তিনি বলেন, ‘ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার সঙ্গে মুদ্রাস্ফীতির এখনও উচ্চতর গতির কারণে একটি শক্তিশালী পুনরুদ্ধার অধরা রয়ে গেছে।’

ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেওয়া এই বক্তৃতায় ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘এটি প্রত্যেকের সম্ভাবনার ক্ষতি করে, বিশেষ করে সবচেয়ে দুর্বল মানুষ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য।’

গত বছর বৈশ্বিক প্রবৃদ্ধি প্রায় অর্ধেক হয়ে ৩.৪ শতাংশে দাঁড়িয়েছে, কারণ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়েছে। এতে হঠাৎ করে কোভিড-১৯ অতিমারি থেকে পুনরুদ্ধার থেমে গেছে।’

যদিও এশিয়ার উদীয়মান বাজারগুলোর অর্থনৈতিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ভারত এবং চীন এই বছরের সমস্ত প্রবৃদ্ধির অর্ধেক হবে বলে পূর্বাভাস দিয়েছে। এই সুসংবাদটি বিশ্বের উন্নত অর্থনীতির ৯০ শতাংশের জন্য প্রত্যাশিত মন্দার প্রভাব ছাড়িয়ে যাবে।

ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘বিশ্বের প্রবৃদ্ধি সম্ভবত আগামী অর্ধদশকের জন্য প্রায় তিন শতাংশে থাকবে, যা ১৯৯০-এর দশকের পর থেকে সর্বনিম্ন মধ্যমেয়াদী পূর্বাভাস।’

জর্জিভা আরও বলেন, ‘নিম্ন আয়ের দেশগুলোর উচ্চ ধারের খরচ এবং তাদের রপ্তানির চাহিদা হ্রাসের ফলে দ্বিগুণ ধাক্কার সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা দারিদ্র্য এবং ক্ষুধা বৃদ্ধির কারণ হতে পারে।’ তিনি বলেন, ‘নিম্ন আয়ের দেশগুলোর প্রায় ১৫ শতাংশ ইতোমধ্যেই ঋণ সঙ্কটে রয়েছে এবং আরও ৪৫ শতাংশ এর কাছাকাছি রয়েছে।’ তিনি এ অবস্থায় তাদের সমর্থন দেওয়ার জন্য ধনী আইএমএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।