ব্রাজিলের সবচেয়ে বড় শহরের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত

Looks like you've blocked notifications!

নভেল করোনাভাইরাসের সংক্রমণে পতনের মুখে ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর স্বাস্থ্যসেবা। শহরের মেয়র বলছেন, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। শহরের হাসপাতালগুলোতে শয্যার চাহিদা বাড়ছে।

সাও পাওলোর মেয়র ব্রুনো কোভাস জানান, সরকারি হাসপাতালের ৯০ শতাংশ এখন পূর্ণ। আগামী দুই সপ্তাহের মধ্যে হাসপাতালগুলোতে আর রোগীর স্থান সংকুলান হবে না। সাও পাওলো ব্রাজিলের অন্যতম করোনাভাইরাসে আক্রান্ত এলাকা। কেবল এ শহরেই তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত শনিবার করোনার সংক্রমণের দিক থেকে ইতালি ও স্পেনকে টপকে যায় ব্রাজিল। চতুর্থ সর্বাধিক করোনা সংক্রমিত দেশ এখন ব্রাজিল, যেখানে ১৬ হাজারের বেশি মানুষ মারা গেছে।

ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সেখানে করোনা শনাক্তকরণ পরীক্ষা কম হচ্ছে, নতুবা আরো বেশি আক্রান্ত শনাক্ত হতো।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।