বড়দিনে টাইফুনে তছনছ ফিলিপাইনের মধ্যাঞ্চল, নিহত অন্তত ১৬

ফিলিপাইনের মধ্যাঞ্চলের প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রাম ও জনপ্রিয় পর্যটন এলাকায় বড়দিনে টাইফুনের আঘাতে কমপক্ষে ১৬ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ কথা জানায়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুন ‘ফ্যানফোন’ অনেক বাড়িঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলে। ফলে ওই অঞ্চলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
তবে দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানান, ভিসায়াসের শহর ও গ্রামগুলোয় ১৬ জনের প্রাণহানির কথা নিশ্চিত জানা গেছে। বোরাকা, কোরন এবং অন্যান্য অবকাশ কেন্দ্রে এই টাইফুন আঘাত হানে।
কালিবো বিমানবন্দরে আটকে পড়া কোরিয়ার পর্যটক জুং বাইয়ুং সেখান থেকে জানান, কালিবো বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুং বাইয়ুং ইনস্টাগ্রামে জানান, সেখানে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার পর ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কিছু প্রচেষ্টা নেওয়া হয়েছে। বিমানবন্দরের ১০০ মিটার এলাকায় ভগ্নদশা দেখা গেছে। ফ্লাইট বাতিল হওয়ায় সেখানে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
কোরীয় ওই পর্যটক বলেন, ‘এখনো ট্যাক্সি চলছে, তবে বৃষ্টি ও বাতাস থাকায় কেউ বিমানবন্দর ত্যাগ করতে চাইছি না।’
টাইফুন ফ্যানফোন একই অঞ্চলে ২০১৩ সালে আঘাত হানা সুপার টাইফুন হায়ানের চেয়ে অনেকটাই দুর্বল প্রকৃতির। ওই দুর্যোগে সাত হাজার ৩০০ লোকের প্রাণহানি ঘটেছিল।