বড়দিন উদযাপনকালে হন্ডুরাসে নিহত ১৩

Looks like you've blocked notifications!

হন্ডুরাসে বড়দিন উদযাপনকালে গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত অন্তত ১৩ জন মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।

দেশটির জাতীয় সড়ক ও পরিবহন অধিদপ্তরের উপপরিদর্শক হোসে কার্লোস লাগোস সাংবাদিকদের জানান, হতাহতের মধ্যে আটজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আর এসব দুর্ঘটনার বেশিরভাগই ঘটেছে কোমায়াগুয়া, বে দ্বীপপুঞ্জ ও সান্তা বার্বারা বিভাগে। বার্তা সংস্থা বাসস ও ইউএনবি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ আরো জানায়, ক্রিসমাসের আগের রাতে গত ২৪ ডিসেম্বর আতশবাজি জ্বালাতে গিয়ে আরো অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।

দেশটির পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন অপরাধপ্রবণ কর্মকাণ্ডের জন্য ২৭৫ জনকে আটক করা হয়েছে এবং ৪০টি যানবাহন জব্দ করা হয়েছে।