বড় বড় ইন্টারপোল আসামিদের সঙ্গে জেল খেটেছি : আরাভ খান

Looks like you've blocked notifications!
দুবাইয়ে নিজের জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে আরাভ খান। ছবি : আরাভ খানের ফেসবুক পেজ থেকে নেওয়া

আলোচিত-সমালোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান দাবি করেছেন, তিনি দুবাইয়ের ইন্টারপোলে এক মাস সাত দিন জেল খেটেছেন। আরাভ খান বলেন, ‘আমার জীবন থেকে এক মাস সাতদিন চলে গেছে ইন্টারপোলের জেলে। আমি অনেক বড় বড় ইন্টারপোল আসামিদের সঙ্গে জেল খেটেছি।’

গতকাল বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে নিজস্ব ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ কথা জানান আরাভ খান।

ওই লাইভে আরাভ খান বলেন, ‘আমি এতোদিন কোথায় ছিলাম, তা অনেকেই জানতে চেয়েছেন। অনেকেই বলেছেন, আমি দুবাই থেকে চলে গেছি, পালিয়ে গেছি। আসলে আমি পালানোর লোক না। আমি তো চুরি করিনি, আমি কেন পালাব? আমি দুই দিন আগে ইন্টারপোলের জেল থেকে বের হয়েছি।’

আরাভ খান আরও বলেন, ‘আমার নামে রেড এলার্ট জারির পর উনারা (ইন্টারপোল) আমাকে কল করেন। আমাকে বলেন, আপনার নামে একটা ফাইল এসেছে। আপনি আসুন। নতুবা আপনাকে অ্যারেস্ট করব। তো, আপনার আসা উত্তম। আমি চিন্তা করে দেখলাম, আমি পালিয়ে বেড়ালে আমাকে অ্যারেস্ট করবে। আর আমি তো পালিয়ে বেড়ানোর ছেলেই না।’

আরাভ খান আরও বলেন, ‘পরে আমাকে ইন্টারপোলে নিয়ে গেল। আমাকে ইন্টারপোলে রাখল, এক মাস সাত দিন। আমার জীবন থেকে এক মাস সাত দিন চলে গেছে ইন্টারপোলের জেলে। আমি অনেক বড় বড় ইন্টারপোল আসামিদের সঙ্গে জেল খেটেছি। সবাই ভেবেছে, ইন্টারপোল মানেই, ওর জীবন শেষ। ও আসবে না, দোকান অন্য আরেকজনের। তারপর গোল্ড সরিয়েছে।’

আরাভ খান আরও বলেন, ‘কতজনের কত ধরনের কথা। আরাভ খানের একটা নিউজ করলেই ভাইরাল হচ্ছে। কেউ আমার বৌ হচ্ছে, কেউ আমার মা-বাবা হচ্ছে। কতকিছু দেখলাম। কিন্তু, একটা জিনিস আমি দেখলাম, বাংলাদেশের মানুষ বোকা না। সবাই আমাকে বিশ্বাস করেছে, আমাকে দোয়া করেছে। যা বলার বাইরে। আমি কমেন্টগুলো চেক করেছি। ২০০ এর ওপর এতিম খানা থেকে ভিডিও এসেছে, যেভাবে দোয়া করেছে।’

আরাভ খান বলেন, ‘আমাকে বিনা অপরাধে জেল খাটানো হলো। জেল তো না, ইন্টারপোলে। আমাকে ৭৮ জন বিগ বিগ ক্রিমিনালের সঙ্গে রাখা হয়েছিল। তারা ক্রিমিনাল না, কারণ; তাদের সাজা হয়নি এখনও। আমাকে মাফিয়াদের সঙ্গে রাখা হয়েছিল। একদিক থেকে ভালো হয়েছে, সারা পৃথিবীর মাফিয়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। সবাই আমাকে ভালোবাসছে। বাংলাদেশ সরকার আমার জন্য যা করছে, তাতে আমি অখুশি না। পুলিশের প্রতিও আমি অখুশি না।’

এর আগে একই দিন এক ফেসবুক স্ট্যাটাসে আবারও তার স্বর্ণের দোকান খোলার ঘোষণা দিয়েছিলেন আরাভ খান। ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ আজ থেকে আরাভ জুয়েলার্স ওপেন করলাম, আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা যে ভালোবাসা দিয়েছেন দোয়া করেছেন তা অনেক। আমার জন্য সর্বদা নামাজ পড়ে অন্তর থেকে দোয়া করবেন, আমিন।’

স্ট্যাটাসের সঙ্গে ‘আরাভ জুয়েলার্সের’ সামনে নিজের একটি ছবিও পোস্ট করেছেন আরাভ।

এদিকে পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি গণমাধ্যমকর্মীরা সামনে আনায় ৩৭ দিন জেল খাটতে হয় আরাভ খানকে। এজন্য তিনি লাইভে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের গালাগালও করেন।