ভবিষ্যতে তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
তালেবানের সঙ্গে বহুল প্রতীক্ষিত চুক্তির ফলে মার্কিন সেনাদের বাড়ি ফেরার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার স্থানীয় সময় রাতে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তালেবান ও আফগান সরকার যদি প্রতিশ্রুতি রক্ষা করে, চুক্তি অনুসারে আগামী মে মাসের মধ্যে পাঁচ হাজার মার্কিন সেনা আফগানিস্তান ছাড়বে। ব্রিফিংয়ে অদূর ভবিষ্যতে তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার কথাও জানান ট্রাম্প।
গতকাল কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী তালেবান বিদ্রোহীরা তাদের সব প্রতিশ্রুতি রক্ষা করলে আগামী ১৪ মাসের মধ্যে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা।