ভারতে পর্যটকদের গাড়ি খাদে পড়ে নিহত ৭

Looks like you've blocked notifications!
ভারতের হিমাচল প্রদেশের কুলুতে রোববার রাতে পর্যটকদের বহণকারী গাড়ি খাদে পড়ে যায়। ছবি : সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হিমাচল প্রদেশের কুলুতে পর্যটকদের গাড়ি খাদে পড়ে কমপক্ষে সাত জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। জানা গেছে, কুলুর গিয়াগি ভ্যালি এলাকায় গতকাল রোববার রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পর্যটনের মৌসুম শুরু হয়ে গিয়েছে হিমাচল প্রদেশে। শয়ে শয়ে পর্যটক ভিড় করেছেন হিমাচল প্রদেশের একাধিক পর্যটন কেন্দ্রে। রোববার রাতে কুলুর কাছে একটি ট্র্যাভেলার টেম্পুতে করে পর্যটকেরা যাওয়ার সময় ঘিয়াগি এলাকার বানজার ভ্যালিতে টেম্পুটি খাদে পড়ে যায়।

আহতদের প্রথমে স্থানীয় বানজার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের কুলু হাসপাতালে নিয়ে  যাওয়া হয়েছে। আহতদের খোঁজ নিয়েছেন স্থানীয় বিধায়ক। কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। গাড়িটি ক্রেন দিয়ে তোলার চেষ্টা চলছে। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেছিল। পরে পুলিশ গিয়ে উদ্ধারকাজে যোগ দেয়।

হতাহতদের সবাই মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির বাসিন্দা বলে জানা গেছে।