ভার্জিনিয়ায় ক্লাসরুমে শিক্ষককে গুলি করল ৬ বছর বয়সী শিক্ষার্থী

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

নিউপোর্ট নিউজ শহরের পুলিশ ও স্কুলের কর্মকর্তারা জানিয়েছেন, ভার্জিনিয়ায় শিক্ষককে গুলি করে আহত করেছে ছয় বছর বয়সী এক শিক্ষার্থী। শুক্রবার স্কুলের ভিতরে প্রথম শ্রেণির কক্ষে ঝগড়ার সময় এই আক্রমণের ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা বলেছেন, একটি স্কুলে ছয় বছর বয়সী শিক্ষার্থীর গুলি চালানোর ঘটনা অত্যন্ত বিরল। ভার্জিনিয়া আইন সেই বয়সের একটি শিশুকে এই ধরনের অপরাধের জন্য শাস্তি দেওয়ার উপায়গুলো সীমিত৷

নিউপোর্টাল নিউজের পুলিশ প্রধান স্টিভ ড্রু বলেছেন, রিচনেক এলিমেন্টারি স্কুলে গুলিতে কোনো ছাত্র আহত হয়নি। আহত ওই শিক্ষক ৩০ বছর বয়সী একজন মহিলা, যিনি জীবননাশের মতো আঘাত পেয়েছেন৷ বিকেলের দিকে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

ড্রিউ সাংবাদিকদের আরও বলেন, ‘আমাদের এমন পরিস্থিতি ছিল না, যেখানে কেউ স্কুলের গুলির সময় আশেপাশে যাচ্ছিল, গুলির ঘটনাটি দুর্ঘটনা নয়। শ্রেণিকক্ষে ছাত্র ও শিক্ষক একে অপরকে চেনেন। তিনি বলেছিলেন যে, ছেলেটির ক্লাসরুমে একটি হ্যান্ডগান ছিল এবং তদন্তকারীরা এটি কোথা থেকে পেয়েছে, তা বের করার চেষ্টা করছে। পুলিশপ্রধান গুলি, ঝগড়া বা স্কুলের ভিতরে কী ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।’

কর্তৃপক্ষ ছেলেটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করছে কি না সে বিষয়ে পুলিশের প্রধান বিশেষভাবে প্রশ্নের উত্তর দেননি, তবে বলেছেন, পুলিশ বিভাগের সদস্যরা তদন্ত করছেন।

ড্রিউ বলেছেন, ‘আমরা আমাদের কমনওয়েলথের অ্যাটর্নি (স্থানীয় প্রসিকিউটর) এবং কিছু অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি, যাতে আহতকে সর্বোত্তম পরিষেবা পেতে সাহায্য করা যায়।’