মার্কিন র্যাপার পপ স্মোককে ঘরে ঢুকে গুলি করে হত্যা
মার্কিন র্যাপার ও গীতিকার পপ স্মোককে তাঁর নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। মাত্র ২০ বছর বয়সে এ তারকার মৃত্যুতে শোকস্তব্ধ সংগীতাঙ্গন।
হলিউড রিপোর্টারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল প্রতিবেদনে জানিয়েছে, কয়েকজন মুখোশধারী তাঁর হলিউড হিলসের বাসার ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে এবং গুলি করে হত্যা করে।
এ তারকার আসল নাম বাশার বারাকা জ্যাকসন হলেও পপ স্মোক নামেই বিশ্বব্যাপী পরিচিত। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে পপের এক বন্ধু ৯১১ নম্বরে কল করেন। পুলিশ আরো জানায়, গুলি চলাকালে ওই ঘরে আরো অনেকে ছিলেন।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটল, তা এখন পর্যন্ত উদঘাটন করা যায়নি। গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন।
গত ১২ ফেব্রুয়ারি পপ স্মোমের ‘মিট দ্য উ টু’ প্রকাশিত হয়। ১৯৯৯ সালের ২০ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে জ্যামাইকান মা ও পানামানিয়ান বাবার ঘরে বাশার বারাকা জ্যাকসনের জন্ম।