যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কয়েকটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুই শতাধিক কর্মী এ আগুন নেভাতে কাজ করছেন বলে জানিয়েছে সিএনএন। আগুন লাগার পরপরই স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিকট একটি বিস্ফোরণ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে লস অ্যাঞ্জেলেসের আকাশে উড়ছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের উপশহর এলাকায় এ আগুন লেগেছে। আগুন বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়েছে। এতে ফায়ার সার্ভিসের প্রায় ১০ জন কর্মী আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের মুখপাত্র নিকোলাস প্রাঞ্জ এসব জানান।
প্রাঞ্জ বলেন, ‘দ্বিতীয় বিস্ফোরণের ভয় রয়েছে। আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। যেন পরিস্থিতি কোনোভাবেই আরো খারাপের দিকে না যায়।’
অগ্নিকাণ্ডের এলাকায় বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনিতে মহামারি করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে লকডাউন চলছে। বিশ্বব্যাপী করোনার আঘাতে সবচেয়ে দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।