যুক্তরাষ্ট্রে আর লকডাউন দরকার নেই : ট্রাম্প

Looks like you've blocked notifications!

যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ বেড়েছে টেক্সাস ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যে। তারপরও যুক্তরাষ্ট্রে আর লকডাউন দরকার নেই বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেছেন, ‘আমরা আবার দেশ বন্ধ করব না। আমাদের তা করার দরকার পড়বে না।’

এদিকে, যুক্তরাষ্ট্রে আর লকডাউনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন ফসি।

অ্যান্থনি ফসি বলেন, ‘যেসব এলাকায় আক্রান্ত ও মৃত্যু বেশি, সেগুলোকে আমরা ভালোমতো নিয়ন্ত্রণের কথা ভাবছি।’

ফসি আরো বলেন, যেসব এলাকায় আক্রান্ত নেই, সেগুলোতে স্কুল খুলতে সমস্যা নেই। তবে যেখানে আক্রান্ত ও মৃত্যু হচ্ছে, সেখানে স্কুল বন্ধ রাখা যেতে পারে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২ লাখ ৬৩ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণহানি এক লাখ ২০ হাজার ছাড়িয়েছে।