যুক্তরাষ্ট্রে শিশুদের ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার আহ্বান সিডিসির

Looks like you've blocked notifications!
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। ছবি : রয়টার্স

মার্কিন সরকারের উপদেষ্টারা ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য বুস্টার ডোজ হিসাবে ফাইজারের টিকা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

গতকাল বৃহস্পতিবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) দ্রুত প্যানেলের এই সুপারিশটি গ্রহণ করেছে বলে জানা গেছে।

সিডিসি পরিচালক ডা. রোচেল ওয়ালেনস্কি একটি বিবৃতিতে বলেছেন, আশা করা হচ্ছে, সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ার এই পরিস্থিতিতে বুস্টার ডোজ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের সুরক্ষা বাড়িয়ে দেবে।

ডা. রোচেল আরও বলেন, ‘আমরা জানি, এই ভ্যাকসিনগুলো নিরাপদ এবং আমাদের অবশ্যই সুরক্ষিত শিশুদের সংখ্যা বাড়াতে হবে।’

এই সপ্তাহের শুরুর দিকে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শিশুদের জন্য ফাইজারের বুস্টার ডোজ অনুমোদন করে, যা তরুণদের দেওয়া শেষ ডোজের অন্তত পাঁচ মাস পরে দেওয়া হবে।