যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরো ১৫৫২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবার একদিনে নতুন করে আরো এক হাজার ৫৫২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ হাজর ২৮৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জনে। মোট মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৫৩৩ জনের।
আক্রান্তের বিপরীতে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৬১ হাজার ১৮০ জন এবং স্থির অবস্থায় রয়েছে ১১ লাখ ১৫ হাজার ৮৭০ জন। তবে এখন পর্যন্ত গুরুতর অবস্থায় রয়েছে ১৭ হাজার ২৪৯ জন।
এদিকে করোনাভাইরাস মহামারিতে বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯১০ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৬ হাজার ৩৩২ জনে।