যুবকদের জন্য দেড় লাখ কর্মসংস্থান তৈরির ঘোষণা উগান্ডার

Looks like you've blocked notifications!

আগামী তিন বছরের মধ্যে বেকার যুবকদের জন্য দেশজুড়ে দেড় লাখ কর্মসংস্থান সৃষ্টির কথা জানিয়েছে উগান্ডা। দেশটির শ্রম, লিঙ্গ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকদের জীবিকা নির্বাহ কর্মসূচির (ওয়াইএলপি) আওতায় এই কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গতকাল রোববার উগান্ডার সংবাদমাধ্যম নিউ ভিশন এ খবর জানিয়েছে।

ওয়াইএলপির প্রোগ্রাম ম্যানেজার পল ওনাপা বলেন, ‘এ কর্মসূচির অগ্রগতি নিয়ে আমরা অনেক আগ্রহী। আমরা এরই মধ্যে কৃষিক্ষেত্র, বাণিজ্য ও পরিষেবায় ৩২ শতাংশ যুবককে নিযুক্ত করতে পেরেছি।’

ওনাপা জানান, এ কর্মসূচির মধ্য দিয়ে নতুন করে ৪ শতাংশ পর্যন্ত চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।

সিভিল সোসাইটি বাজেট অ্যাডভোকেসি গ্রুপের (সিএসবিএজি) সমন্বয়ে যুব ফোরাম লিডারশিপ বাজেট অ্যাডভোকেসি মুভমেন্টের অধীনে যুব নেতাদের সঙ্গে বৈঠককালে পল ওনাপা জানান, দেশে বছরজুড়ে দুই লাখ চাকরির নিবন্ধন হয়েছে।

তবে এ কর্মসূচিতে দুর্নীতির সুযোগ রয়েছে আশঙ্কা করছেন যুব নেতারা।

সিএসবিএজির মূল্যায়ন ও পর্যবেক্ষণ কর্মকর্তা এলিয়া মুগিসা দুর্নীতিকে এ কর্মসূচির অন্যতম বাধা বলে মনে করছেন। তিনি বলেন, ‘দুর্নীতি মোকাবিলা করার মাধ্যমে আমাদের এ কর্মসূচি শুরু করা উচিত।’

এর জবাবে ওনাপা জানান, দুর্নীতির কারণে দেশটির গুলু ও নামায়িনগো এলাকায় ওয়াইএলপির কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, ‘যতটা সৎ হওয়া প্রয়োজন, আমাদের কিছু লোক ততটা সৎ নয়। তাদের সরানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

এদিকে তহবিলের অপব্যবহার ঠেকাতে সরকার কাজ করছে বলেও জানান ওনাপা।

ওনাপার বক্তব্য অনুযায়ী, যেসব ব্যবসায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের সহায়তা করা হবে।

ওনাপা আরো জানান, অনেক যুবক কর্মসংস্থানের সক্ষমতা অর্জন করেছেন। যুবকরা যেন একটি নির্দিষ্ট আয়ের ক্ষেত্রে নিজেদের যুক্ত করতে পারে, এটিই এ কর্মসূচির লক্ষ্য বলে জানানো হয়।