রমজানে মুসলিম অধ্যুষিত এলাকায় লকডাউন শিথিল করছে ইসরায়েল

Looks like you've blocked notifications!

ইসরায়েলের অধীনে থাকা মুসলিম এলাকাগুলোতে রমজান মাসে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ বুধবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

ওই বিবৃতিতে বলা হয়, আরব-ইসরায়েল এলাকায় বসবাস করা মানুষের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণের হার এক চতুর্থাংশ। এই হার কম হওয়ায় রমজান মাসে মুসলিম অধ্যুষিত এলাকায় লকডাউন শিথিল করা হবে। তবে সংক্রমণের হার বাড়লে যেকোনো সময় লকডাউন করা হতে পারে।

অন্যদিকে আগের মতোই লকডাউন চলমান থাকবে জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ ও এর আশেপাশের এলাকাগুলোতে। এবারের পবিত্র রমজানে কোনো নামাজ হবে না আল-আকসা মসজিদে।

ইসরায়েলে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৪ হাজার ৩২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৮৭ জন। দেশটিতে বর্তমানে নয় হাজার ১৭৮ জন চিকিৎসাধীন আছে এবং সুস্থ হয়েছে চার হাজার ৯৬১ জন।