রাশিয়ার দখলে ইউক্রেনের প্রধান বন্দরনগরী

Looks like you've blocked notifications!
ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের প্রধান বন্দরনগরী খারসন দখল করে নিয়েছে। এক সপ্তাহ আগে মস্কো কিয়েভের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার পর এই প্রথম দেশটির কোনো শহরের পতন হলো। স্থানীয় কর্মকর্তার একথা নিশ্চিত করেছেন। এএফপি’র বরাতে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

স্থানীয় সময় বুধবার রাতে আঞ্চলিক প্রশাসনের প্রধান গেনাডি লাকহুতা বার্তা সার্ভিস টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ার দখলদাররা এ নগরীর পুরো অংশ দখল নিয়েছে এবং এটি অত্যন্ত বিপজ্জনক।’

রুশ বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগরের কাছের এ বন্দরনগরী দখল করে। এ নগরীর জনসংখ্যা প্রায় দুই লাখ ৯০ হাজার। দেশের অন্য শহরগুলোতেও রুশ সেনারা হামলা চালানো অব্যাহত রেখেছে।

নগরীর মেয়র ভাদিম বইচেনকো জানান, ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর বারদিয়ানস্ক রাশিয়ার সৈন্যরা এরই মধ্যে দখল করেছে।

রাশিয়ার বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভেও ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে চালানো হামলাকে ১৯৯০’র দশকের সারাজেভোতে ঘটা বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করা হয়।

দেশটিতে কয়েকদিনের তুমুল লড়াইয়ে শত শত বেসামরিক নাগরিক নিহত হন। এ ছাড়া আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ১০ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছেন।

এদিকে রাশিয়ার অর্থনীতি দুর্বল করে ফেলার লক্ষ্যে পশ্চিমা বিশ্ব একের পর এক মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।