রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পসকভ অঞ্চলে বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে আটজন নিহত ও দুজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির ইমার্জেন্সিস মন্ত্রণালয় জানায়, নিহতরা সবাই ইউক্রেনিয়ার নাগরিক। আহতদের একজন ইউক্রেনের ও অপরজন বেলারুশের নাগরিক।
মন্ত্রণালয় জানায়, মিনিবাসটিতে ইউক্রেনের লাইসেন্স প্লেট রয়েছে। ফেডারেল হাইওয়ের ২৩-এর ৪৭৫ কিলোমিটার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে, তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।