রাশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প
রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর আজ বুধবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রাথমিকভাবে সুনামি সতর্কতা ঘোষণা করে। পরে তা বাতিল করা হয়। তবে জাপানের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা শুরু থেকেই সুনামির কোনো সতর্কবার্তা দেননি। তাঁরা মনে করছেন সাগর কিছুটা উত্তাল হতে পারে।
ইউএসজিএস জানিয়েছে, রাশিয়ার সেভেরো শহরের ২১৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে মহাসাগর ও জলবায়ু বিষয়ক যুক্তরাষ্ট্রের জাতীয় সংস্থা কর্তৃপক্ষ হাওয়াই অঙ্গরাজ্যের জন্য সুনামি সতর্কতা জারি করে। অন্যদিকে ভূমিকম্পের কারণে ধংসাত্মক সুনামি হওয়ার সম্ভাব্য সতর্কতা দিয়েছিল আরেক সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। পরে সে সতর্কতার মাত্রা অনেক কম বলে জানায় সংস্থাটি।