র‌্যাব নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদন খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

Looks like you've blocked notifications!
ছবি : ইউএস অ্যাম্বাসি ঢাকার পেজ থেকে নেওয়া

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনের অভিযোগ সাবধানতার সঙ্গে খতিয়ে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশ সরকারকেও প্রতিবেদনটি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে দেশটি। 

দেশটির ‘ইউএস অ্যাম্বাসি ঢাকা’ নামে ফেসবুক ভেরিভায়েড পেজে এ বিষয়ে ইংরেজি ও বাংলায় দুটি পোস্ট দিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের বরাতে পেজটিতে ডয়চে ভেলের ভিডিও প্রতিবেদন শেয়ার করে বলা হয়েছে, ‘সাবধানতার সঙ্গে খতিয়ে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র।’

ওই পোস্টে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা এই ভিডিওতে থাকা অভিযোগ অত্যন্ত সাবধানতার সঙ্গে খতিয়ে দেখব এবং আমরা আশাকরি, বাংলাদেশ সরকারও তাই করবে...মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’