র‍্যামন ম্যাগসেসে পেলেন আইসিডিডিআর’বির ড. ফেরদৌসী

Looks like you've blocked notifications!
ড. ফেরদৌসী কাদরী। ছবি : সংগৃহীত

এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসেসে-২০২১ পদক পেয়েছেন খ্যাতিমান বাংলাদেশি বিজ্ঞানী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।

 আজ শনিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২১ সালের যে তালিকা ঘোষণা করেছে, সেখানে নাম রয়েছে ড. ফেরদৌসী কাদরীর।

 র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বলছে, চিকিৎসা খাতে অবদান রাখায় ড. ফেরদৌসী কাদরী এই স্বীকৃতি পেলেন। তবে করোনাভাইরাসের কারণে ৩১ আগস্টের পরিবর্তে ২৮ নভেম্বর তাঁর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

 র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ভাষ্য মতে, প্রতিষেধকবিদ্যা এবং সংক্রামক রোগ গবেষণাকারী ফেরদৌসী কাদরী উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ চিহ্নিতকরণ ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। প্রায় ২৫ বছর ধরে তিনি আইসিডিডিআরবিতে কলেরার টিকা উন্নয়নে কাজ করেছেন।

 ফেরদৌসী কাদরী এর আগে ২০২০ সালে লরিয়েল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন।