‘লকডাউন না দিলে ইতালির পরিস্থিতি আরো ভয়াবহ হতো’
গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক ৮৮৯ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৯২ হাজার। করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে। ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক ৮৮৯ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন।
করোনাভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে লকডাউন না দেওয়া হলে ইতালির পরিস্থিতি আরো ভয়াবহ হতো বলে সরকারি কর্মকর্তারা বলছেন। ইতালি সরকারের গণসুরক্ষা প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘লকডাউনসহ অন্য সব ব্যবস্থা না নেওয়া হলে নাটকীয়ভাবে এই সংখ্যা আরো বেশি হতো। আমরা হয়তো দেখতাম, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’
আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় ইতালির লকডাউন আরো ১৫ দিন বাড়িয়ে ১৮ এপ্রিল পর্যন্ত করার ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল শনিবার ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এদিন অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা হিসেবে ৪০ কোটি ইউরো বরাদ্দ ঘোষণা করেন জোসেপ্পে কন্তে।
নতুন করে লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আরো ১৫ দিন সব বার, রেস্টুরেন্টসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। লোকজনকে ঘরে থাকতে হবে। তবে বিশেষ প্রয়োজনে খাবার সংগ্রহে গ্রোসারি শপ এবং সুপারমার্কেটে যাওয়া যাবে। খোলা থাকবে ফার্মেসিগুলোও।
এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৭০ হাজার ৫২২ জন। এর মধ্যে মারা গেছেন ৩০ হাজার ৯৫১ জন আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৬৮৬ জন।