লকডাউন শিথিল করছে ভিয়েতনাম

Looks like you've blocked notifications!

সামাজিক বিচ্ছিন্নকরণ বা দূরত্ব বজায় রাখার কড়াকড়ি শিথিল করতে যাচ্ছে ভিয়েতনাম। দেশটিতে নভেল করোনাভারাসে সংক্রমণের হার কমে আসায় রাজধানী হ্যানয় ও বাণিজ্যিক রাজধানী হো চি মিন সিটিতে সামাজিক বিচ্ছিন্নকরণের বিধিমালা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ দুটি শহরে আজ বৃহস্পতিবার থেকে শর্তসাপেক্ষে সামাজিক বিচ্ছিন্নকরণের কঠোর বিধিমালা শিথিল করাসহ ব্যবসা-বাণিজ্য পুনরায় চালু হতে যাচ্ছে। ভিয়েতনামের সবচেয়ে বড় দৈনিক তুওই ত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

তবে ভিয়েতনামের সব অঞ্চলের ক্ষেত্রে এসব সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। দৈনিক তুওই ত্রে জানিয়েছে, চীনের সীমান্তবর্তী একটি ছোট শহরের এক বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর, শহরটি লকডাউন করে দেয় ভিয়েতনাম।

ডং ভান নামের ওই শহরের বাসিন্দা সাত হাজার ৬০০ জন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত গতকাল বুধবারের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট এক লাখ ৮০ হাজার ৬৭ জনের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ২৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৮৩ ভাগই সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনায় কেউ মারা যায়নি।