লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

Looks like you've blocked notifications!

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি আর বাকি দুজন লিবিয়ার নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।

ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ সোমবার রাজধানীর ওয়াদি এল-রাবি এলাকায় অবস্থিত ওই বিস্কুট কারখানাটিতে হামলা চালানো হয়। শহরের যে এলাকায় কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে অবস্থিত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত বলেন, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুজন লিবীয় রয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ছাড়া হামলায় নাইজার ও বাংলাদেশের অন্তত ৩৩ জন কর্মী আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।