শ্রীলঙ্কায় আরও বিপদের সতর্কতা, ফের বেড়েছে সুদের হার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/07/sree.jpg)
নগদ অর্থ সংকটে থাকা শ্রীলঙ্কায় সুদের হার এক পয়েন্ট বাড়ানো হয়েছে। গত তিন মাসে দ্বিতীয় দফায় সুদের হার বাড়ানো হলো। পরিস্থিতি বিবেচনায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ৮০ শতাংশ মুদ্রাস্ফীতি এবং বেদনাদায়ক মন্দার বিষয়ে সতর্ক করেছে।
শ্রীলঙ্কার ‘দ্য সেন্ট্রাল ব্যাংক’ আমানতের পরিমাণ এবং সুদের হার ১৪ দশমিক পাঁচ শতাংশ থেকে ১৫ দশমিক পাঁচ শতাংশ বাড়িয়েছে। দেশটিতে গত মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ৫৪ দশমিক ছয় শতাংশ।
শ্রীলঙ্কায় খাদ্য ও জ্বালানি সংকটের পাশাপাশি দীর্ঘ বিদ্যুৎ ঘাটতি চলছে। এ অবস্থায় অব্যাহত রয়েছে সরকারবিরোধী বিক্ষোভ এবং তারা প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসের পদত্যাগ দাবি করছে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর অর্থনীতি মন্দায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/07/sree-lanka-in.jpg)
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টে বলেছেন, অর্থনীতি সর্বোচ্চ সাত দশমিক শূন্য শতাংশ সংকুচিত হতে পারে।