সংবিধান পরিবর্তন চান পুতিন, পদত্যাগ করল রাশিয়ার পুরো সরকার
হঠাৎ করেই পদত্যাগ করল রাশিয়ার পুরো সরকার। গতকাল বুধবার রাজধানী মস্কোতে সংবিধান সংশোধনের ব্যাপারে বক্তব্য দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবিধান সংশোধনের মাধ্যমে ২০২৪ সালের পর প্রেসিডেন্ট পদে না থাকলেও ভিন্ন পদে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দিয়েছেন তিনি। আর এর ঘণ্টাখানেক পরই রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভসহ পদত্যাগ করে পুরো সরকার। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বক্তব্যে পুতিন জানান, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট ও কেবিনেটের ক্ষমতা বৃদ্ধি করা হবে। ধারণা করা হচ্ছে, সংবিধান পরিবর্তনের মাধ্যমে ভিন্ন পদে থাকলেও পর্দার আড়ালে নিজের ক্ষমতা ধরে রাখতে চাইছেন পুতিন।
প্রতিবেদনে বলা হয়, সংবিধান সংশোধনের পর প্রেসিডেন্টের বদলে পার্লামেন্টকে সব ক্ষমতা দেওয়া হবে। আর এ ক্ষেত্রে গণভোট চান পুতিন।
২০ বছর ধরে ক্ষমতায় আছেন ৬৭ বছর বয়সী পুতিন। পরপর দুবার প্রেসিডেন্ট থাকা যায় না—এমন সাংবিধানিক বাধ্যবাধকতায় ২০২৪ সালে তাঁকে পদ ছাড়তে হবে। তাই সংবিধান সংশোধন করে পুতিন ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে।
পুতিনের সিদ্ধান্তের ব্যাপারে দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘সংশোধনের পর সংবিধানের পুরো অনুচ্ছেদগুলোই শুধু নয়, ক্ষমতার পুরো ভারসাম্য, কার্যনির্বাহী শক্তি, আইনসভার ক্ষমতা, বিচার বিভাগের ক্ষমতারও ব্যাপক পরিবর্তন দেখা যাবে।’ আর এ জন্যই পুরো সরকার পদত্যাগ করেছে বলে জানান মেদভেদেভ।
সরকারের পদত্যাগের বিষয়টি আগে থেকে জানতেন না পুতিন। বরং হঠাৎ করেই এমন পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছে বিভিন্ন মহল।
তবে সরকারে থাকা অবস্থায় মেদভেদেভের কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন।
এদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে কর বিভাগের প্রধান মিখাইল মিশুস্তিনকে মনোনীত করেছেন ভ্লাদিমির পুতিন।