সিরিয়ায় তেলের ট্রাকে বোমা বিস্ফোরণে নিহত ৪৬

Looks like you've blocked notifications!

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আফরিনে একটি তেলের ট্রাকে বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত সাধারণ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার আফরিনের কেন্দ্রে জনবহুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আফরিনের কেন্দ্রস্থল। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে ঘেরাও দিচ্ছে এবং অ্যাম্বুলেন্সে করে হতাহতদের সরানো হচ্ছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ ঘটনা নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়াইপিজি বাহিনী ঘটিয়েছে। তবে এ বিষয়ে এখনো কেউ দায় স্বীকার করেনি।

ওয়াইপিজি গ্রুপকে কুর্দিশ সশস্ত্র গ্রুপের সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসী গোষ্ঠী মনে করে আঙ্কারা। তাই সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সীমান্ত এলাকা থেকে তাদের সরিয়ে দিতে সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক, খবর দ্য গার্ডিয়ান।