সিরিয়ায় দুপক্ষের সংঘর্ষ, নিহত ৮০

Looks like you've blocked notifications!
বৃহস্পতিবার রাত থেকে শুরু করে এ পর্যন্ত সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলায় ৪২ জিহাদি ও ৯ বিদ্রোহী নিহত হয়েছে। ছবি : সংগৃহীত

জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও সিরিয়ার সরকারি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীদের হামলা ও সংঘর্ষে দুপক্ষের ৮০ জনের বেশি নিহত হয়েছে। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি ইদলিবে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুরু করে এ পর্যন্ত ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলায় ৪২ জিহাদি ও ৯ বিদ্রোহী নিহত হয়েছে।

জিহাদি নিয়ন্ত্রিত ইদলিবের আরেক শহর মারিত আল-নুমানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ৩০ জন সমর্থক নিহত হয়েছে।

মিত্র রাশিয়ার সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনী মারিত আল-নুমান ও পাশের শহর সারাকিবে বিমান হামলা চালায়।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এ সংঘাতে তিন লাখ ৭০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং কয়েক মিলিয়ন মানুষকে ঘরবাড়ি ছাড়া হতে হয়েছে।