সুদানে সিরামিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত ২৩

Looks like you've blocked notifications!

আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে একটি সিরামিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জনের প্রাণহানি হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর খার্তুমের উত্তরাঞ্চলের শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ৪৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বিপুল শব্দে বিস্ফোরণের সময় কারখানায় পার্ক করা গাড়িগুলোতেও আগুন লেগে যায়। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় কারখানার চারপাশ। সিরামিক কারখানার একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

সুদানের চিকিৎসকদের একটি সংস্থা জানিয়েছে, আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েক বছর ধরে সুদানের কারখানাগুলোতে দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে। এতে দেশটির স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।