সোমালিয়ার হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ

Looks like you've blocked notifications!

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

পুলিশ বুধবার এ কথা জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যার এ হামলায় অংশ নেওয়া পাঁচ হামলাকারীরর সবাই প্রাণ হারিয়েছে। শাবাব গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এসওয়াইএল হোটেলে চালানো এ সন্ত্রাসী হামলা সাহসিকতার সঙ্গে মোকাবলা করে এবং তার অবসান ঘটায়।

এছাড়া হামলার সময় হোটেলে অবস্থান করা সরকারি কর্মকর্তাসহ ৮০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে।

অনলাইনে মঙ্গলবার পোস্ট করা আল শাবাবের বিবৃবিতে বলা হয়েছে, পরিকল্পনা মোতাবেক তারা একটি অভিযান চালিয়েছে।

ওই বিবৃতিতে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।