সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত

Looks like you've blocked notifications!

সোমালিয়ার রাজধানী মগাদিসুতে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুলিশ সদস্য রয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। আজ শনিবার মগাদিসুর দক্ষিণ-পশ্চিমের ব্যস্ত এলাকার একটি মোড়ে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমালিয়ার সংসদ সদস্য আবদিরিজাক মোহাম্মদ এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ওই বিস্ফোরণটি একটি ট্রাকবোমা বিস্ফোরণ ছিল। বিস্ফোরকভর্তি ট্রাকটি মোড়ের কর অফিসকে লক্ষ্য করে দাঁড় করানো ছিল, যেখানে বিভিন্ন যানবাহনকে কর দেওয়ার জন্য থামতে হয়।
 

এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলে অনেক রক্ত ও মানুষের শরীরের বিভিন্ন অংশ ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান তিনি। তিনি জানান, কতজন নিহত হয়েছেন, তা এই মুহূর্তে জানা কঠিন হলেও অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি বলে জানা গেছে।