স্পেনে দ্বিতীয় দফার দাবদাহে তিন দিনে মৃত্যু ৮৪

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

স্পেনে গত ১০ জুলাই থেকে তিনদিনে দাবদাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস তৃতীয় হেলথ ইনস্টিটিউট শুক্রবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ।

প্রতিবেদনে দেশটির বিশাল অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়াকে এই মৃত্যুর জন্য দায়ী করা হয়। এমনকি, দেশটির দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে জানানো হয়।

দাবদাহ আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে স্পেনে প্রথমবার ১১ জুন থেকে ২০ জুন দাবদাহ হয়। সে সময় দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়। তখন তাপমাত্রা ছিল ৪৪ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

কর্তৃপক্ষ লোকদের বেশি বেশি পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।