হঠাৎ আফগানিস্তানে ট্রাম্প, তালেবানের সঙ্গে আলোচনার আশা
আফগানিস্তানে অঘোষিত ও আকস্মিক সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, দীর্ঘ যুদ্ধের বিরতি টানতে তালেবান ফের আলোচনায় বসবে। গতকাল বৃহস্পতিবার দেশটির বাগরাম বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে ‘থ্যাংকস গিভিং উৎসব’ পালন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন ট্রাম্প। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এ সময় ট্রাম্প বলেন, ‘তালেবান একটি শান্তিচুক্তি চায় এবং তাদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’ শান্তিচুক্তি বা পুরোপুরি বিজয় অর্জন না হওয়া পর্যন্ত মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়বে না বলেও জানান ট্রাম্প।
গতকাল স্থানীয় সময় রাত ৮টার দিকে বাগরাম এয়ারফিল্ডে পৌঁছে নিজ সেনাদের সঙ্গে আড়াই ঘণ্টা সময় অতিবাহিত করেন ট্রাম্প। এ সময় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও বৈঠক করেন তিনি।
মার্কিন বাহিনীকে ধন্যবাদ জানিয়ে আফগান প্রেসিডেন্ট বলেন, ‘আফগানিস্তানে মার্কিন বাহিনী তাঁদের চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছে।’
এদিকে আফগান কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছিলেন, তবে ২০০১ সালের পর এখন যেকোনো সময়ের চেয়ে বেশি অঞ্চল নিয়ন্ত্রণ করে তালেবান। মার্কিন চুক্তি না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় যেতে চায় না তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবান নেতারা নিশ্চিত করেছেন যে, গত সপ্তাহের পর থেকে কাতারের দোহায় ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে কথা হচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।
এদিকে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল এবং নিজের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর পর এটাই ট্রাম্পের প্রথম আফগানিস্তান সফর। গত বছর ক্রিসমাসে এমন আকস্মিক সফরে ইরাকের মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প।