৩৮ আরোহীসহ ‘নিখোঁজ’ চিলির সামরিক বিমান

Looks like you've blocked notifications!
সি-১৩০ হারকিউলিস বিমান। প্রতীকী ছবি

অ্যান্টারটিকা যাওয়ার পথে ৩৮ ব্যক্তিসহ নিখোঁজ হয়েছে চিলির একটি সামরিক বিমান। চিলির বিমানবাহিনীর বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চিলির দক্ষিণাঞ্চলীয় শহর পানতা অ্যারেনাস থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টার দিকে নিখোঁজ হয় সি-১৩০ হারকিউলিস নামে পরিবহন কাজে ব্যবহৃত বিমানটি। নিখোঁজ বিমানে ১৭ ক্রু ও ২১ যাত্রী ছিলেন।

চিলির বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি ও আরোহীদের খোঁজ ও উদ্ধারে অভিযান চলছে।

সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, বিমান আরোহীদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন।

বিমান উধাওয়ের ঘটনায় ‘মর্মাহত’ জানিয়ে এক টুইট বার্তায় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেন, রাজধানী সান্টিয়াগোর চেরেলিস বিমানঘাঁটি থেকে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।