৭২ শরণার্থীকে লিবিয়া থেকে রোমানিয়ায় স্থানান্তর

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ৭২ শরণার্থীকে লিবিয়া থেকে রোমানিয়ায় সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার এক টুইট বার্তায় ইউএনএইচসিআর জানিয়েছে, ‘গত কয়েক দিনে ইরিত্রিয়া, সোমালিয়া ও সিরিয়ার ৭২ শরণার্থী লিবিয়া থেকে রোমানিয়ার জরুরি ট্রানজিট সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। তারা চলতি বছর শেষ হওয়ার আগে নরওয়েতে পুনর্বাসিত হবে বলে আশা করা হচ্ছে। এটি সম্ভব করার জন্য সকল সরকার, অংশীদারদের ধন্যবাদ জানাচ্ছি।’
ইউএনএইচসিআর ধারণা করছে, চার হাজার ৫০০ শরণার্থী ও আশ্রয়প্রার্থী এখন লিবিয়ার আটককেন্দ্রে বন্দি রয়েছেন। তাঁরা দেশটির চলমান সংঘর্ষে পড়ার ঝুঁকিতে রয়েছেন।
ইউএনবি এক প্রতিবেদনে জানায়, ২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর আফ্রিকার দেশটিতে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলাজনিত অবস্থার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী, বেশিরভাগ আফ্রিকান ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপে চলে যায়।
লিবিয়ার সেনাবাহিনী ও জাতিসংঘ-সমর্থিত সরকার ত্রিপোলির নিয়ন্ত্রণ নিয়ে চলতি বছরে এপ্রিলের শুরু থেকেই লড়াই করে আসছে। এতে অভিবাসীসহ অনেকে নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।