মেক্সিকোতে আতশবাজি বিস্ফোরণে বহু হতাহত

Looks like you've blocked notifications!
মেক্সিকোতে আতশবাজির মার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। ছবি : রয়টার্স

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ৩২ কিলোমিটার দূরে একটি আতশবাজির মার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সান পাবলিতো এলাকার একটি মার্কেটে এই বিস্ফোরণ হয়।

ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, বিপুল পরিমাণ আতশবাজিতে আগুন ধরেছে। সেই আগুন আকাশের দিকে ধাবিত হচ্ছে।

বিস্ফোরণের পর বহু চিকিৎসক ও পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি।

স্থানীয় লোকজনকে বিস্ফোরণস্থল এড়িয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সড়কে জটলা না পাকাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্নর এরুভিয়েল এভিলা বলেন, আহত ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দেওয়াটাই অগ্রাধিকার পাচ্ছে। ঘটনাস্থলে ছুটে গেছেন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দা আলেহান্দ্রা প্রেতেল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিস্ফোরণের শব্দ বন্ধ হওয়ার পর আমরা মনে করেছিলাম, এটি ছিল নিকটস্থ কোনো স্থানের আতশবাজি প্রদর্শনী।’

কিন্তু কিছুক্ষণ পরই বিস্ফোরণের বিষয়টি আলেহান্দ্রার কাছে ধরা পড়ে।

‘আমার প্রতিবেশীরা বলেছে, সবকিছু নড়ছিল। কিন্তু আমি দৌড়াচ্ছিলাম বলে কিছু টের পাইনি’, বলেন আলেহান্দ্রা।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এক টুইটবার্তায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।