১১৮ আরোহী নিয়ে লিবিয়ার বিমান ‘ছিনতাই’

Looks like you've blocked notifications!

লিবিয়ার একটি যাত্রীবাহী বিমান ১১৮ জন আরোহী নিয়ে ভূমধ্যসাগরের দ্বীপদেশ মাল্টায় অবতরণ করেছে। মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট বলেছেন, সম্ভবত বিমানটি ছিনতাই করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এয়ারবাস এ৩২০ বিমানটি রাষ্ট্রীয় মালিকানাধীন আফ্রিকিয়াহ এয়ারওয়েজের।

প্রাথমিকভাবে জানা গেছে, দুজন ছিনতাইকারী বিমানটি গতিপথ পরিবর্তন করে মাল্টায় চলে গেছে।

মাল্টার সরকারপ্রধান বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, বিমানবন্দরে বেআইনি হস্তক্ষেপ হয়েছে।

মাল্টায় বার্তা সংস্থা রয়টার্সের ফটোসাংবাদিক ড্যারিন জামিট লুপি বলেন, তিনি বেশ কিছু সেনা ও বিশেষ বাহিনীর গাড়ি ঘটনাস্থলে দেখেছেন।