চীনের সঙ্গে প্রথম সামরিক মহড়া করছে নেপাল

Looks like you've blocked notifications!

নেপালের সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে চীনের সামরিক বাহিনী। আগামী বছরই অনুষ্ঠিত হবে ওই মহড়া।

নেপালের সংবাদমাধ্যম ‘মাই রিপাবলিকা’ জানিয়েছে, বিষয়টি এতদিন কেবল প্রস্তাবের মধ্যে থাকলেও চীনের বিষয়টি নিশ্চিত করেছে। চীন ও নেপালের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে যৌথ সামরিক মহড়া।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজুন জানিয়েছেন, প্রস্তাবিত সামরিক মহড়ার ব্যাপারে চীন ও নেপালের কথাবার্তা হয়েছে। কিছুদিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে।

ভারত ও যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিলেও নেপাল প্রথমবারের মতো চীনের সঙ্গে এ ধরনের কাজে অংশ নিচ্ছে। চীনের সঙ্গে নেপালের যৌথ মহড়ার প্রস্তাবেই উদ্বেগ প্রকাশ করেছিল উভয়ের প্রতিবেশী দেশ ভারত।