সান্তার পোশাক পরে নাইটক্লাবে হামলা, ‘আহত অনেক’

Looks like you've blocked notifications!
রেইনা নাইটক্লাবের সামনে নিরাপত্তারক্ষাকারী বাহিনীর অবস্থান। ছবি : বিবিসি

তুরস্কের নগরী ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলা চালিয়েছে সশস্ত্র দুই হামলাকারী। এতে অনেকেই আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে।

টার্কি এনটিভির প্রতিবেদনে জানা যায়, ইংরেজি নতুন বছরের পার্টি শুরুর প্রাক্কালে ইস্তাম্বুলের অভিজাত এলাকা ওরটাকয়ের রেইনা নাইটক্লাবে দুই হামলাকারী সশস্ত্র হামলা চালায়। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমটি খবর প্রচার করেছে।

সিএনএন টার্ক জানিয়েছে, সান্তাক্লজের পোশাক পরে ওই নাইটক্লাবে ঢুকেছিল হামলাকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুই হামলাকারী এখনও নাইটক্লাবে অবস্থান করছেন বলে অসমর্থিত সূত্রে বলা হয়েছে।

এদিকে টার্কি এনটিভির খবরের ভিডিওতে রেইনা নাইটক্লাবে বেশ কয়েকটি এম্বুলেন্স ও পুলিশের গাড়ি ঢুকতে দেখা গেছে।

কয়েকদিন আগে তুরস্কের রাজধানীতে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুলি করে হত্যার পর নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গোটা তুরস্ককে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। কেবল ইস্তাম্বুল নগরীতেই দায়িত্ব পালন করছিলেন সতের হাজার পুলিশ। অথচ এর মধ্যেই নাইটক্লাবে হামলার ঘটনা ঘটল।