ইস্তাম্বুলে নিহতদের মধ্যে অন্তত ১৬ বিদেশি

Looks like you've blocked notifications!
নৈশক্লাবে হামলার পর অনেকেই নদীতে ঝাঁপিয়ে প্রাণে বেঁচেছেন। ছবি : বিবিসি অনলাইন

তুরস্কের ইস্তাম্বুল নগরীর রেইনা নৈশক্লাবে নববর্ষ উদযাপনকালে বন্দুক হামলায় যে ৩৯ জন নিহত হয়েছেন, তার মধ্যে অন্তত ১৬ বিদেশি নাগরিক রয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলুর বরাত দিয়ে এ কথা জানান বিবিসি।

টেলিভিশনে এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২১ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের ১৬ জন বিদেশি ও পাঁচজন তুরস্কের নাগরিক। হামলায় আহত আরো ৬৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

নিহত অপর ১৮ জনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ইস্তাম্বুলের ওরকাটয় এলাকায় রেইনা নৈশক্লাবে হামলায় অন্তত ৬৯ জন আহত হন। শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

সান্তাক্লজের পোশাক পরে একজন সন্ত্রাসী এ হামলায় চালায়। ইস্তাম্বুলের নিরাপত্তা কর্মকর্তা ভাসিপ সাহিন জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে দুই সন্ত্রাসী নির্মম ও বর্বরভাবে নিরীহ লোকজনের ওপর গুলি চালায়, যারা নববর্ষ উদযাপন করছিল।

হামলার সময় নৈশক্লাবে প্রায় ৭০০ লোক ছিল। তাঁদের মধ্যে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেন।

বার্তা সংস্থা দোগান জানায়, হামলাকারীরা আরবি ভাষায় কথা বলছিল। তুরস্কের এনটিভি জানায়, বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছেন।

কয়েক দিন আগে আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যার পর নববর্ষ উদযাপনে সন্ত্রাসী হামলার আশঙ্কায় গোটা তুরস্ককে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। কেবল ইস্তাম্বুল নগরীতেই দায়িত্ব পালন করছিলেন ‌১৭ হাজার পুলিশ। অথচ এর মধ্যেই নাইটক্লাবে হামলার ঘটনা ঘটল।