ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত ৫৬

Looks like you've blocked notifications!
ব্রাজিলে আমাজোনাস প্রদেশে একটি কারাগারে সংঘটিত দাঙ্গায় নিহত হয়েছেন কমপক্ষে ৫৬ জন। কারাগার থেকে পালিয়েছে অনেক বন্দি। ছবি : এএফপি

ব্রাজিলে একটি কারাগারে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে দাঙ্গায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। তাঁদের অনেককেই শিরশ্ছেদ ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় রোববার ব্রাজিলের আমাজোনাস প্রদেশের মানাউস শহরের আনিসিও জোবিম কারাগার ভবনে (কম্পাজ) এই দাঙ্গা হয়।

রোববার বিকেলে শুরু হওয়া দাঙ্গা প্রায় ১৭ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকে। সে সময় দাঙ্গাকারীরা ১২ নিরাপত্তারক্ষীকে জিম্মি করে নিয়ে যায়। তবে কতজন বন্দি কারাগার থেকে পালিয়েছেন, তা এখনো নিশ্চিত হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রথমে বিরোধী দুটি সন্ত্রাসী দলের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরে তা দাঙ্গার রূপ নেয়। বন্দিদের নিয়ন্ত্রণ, মাদক পাচার ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ।

এ বিষয়ে আমাজোনাস রাজ্যের জননিরাপত্তা বিভাগের প্রধান সার্জিও ফন্তেস বলেন, ‘কম্পাজে যা ঘটেছে তা দেশে মাদক চোরাচালান সংশ্লিষ্ট সংঘর্ষের একটি অংশ। এর মাধ্যমে বোঝা যায় ব্রাজিলের প্রদেশগুলো এককভাবে এই সমস্যার সমাধান করতে পারবে না।’

‘এটা শুধু ব্রাজিলের কারাব্যবস্থার সমস্যা কিংবা দেশের মধ্যে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা আরো বড় কিছু। কারণ কারাগারের ভেতরে যা ঘটছে, তার জের ধরে বাইরেও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।’

এ বিষয়ে মারলুস দা কস্তা সসা নামে বন্দিদের আইনজীবী দলের এক সমন্বয়কারী বলেন, ‘একটি সন্ত্রাসী দল কারাগারের ভেতরে নিজেদের অধিপত্য বজায় রাখার জন্য অপর পক্ষের ওপর হামলা করে।’ 

ব্রাজিলে কারাবন্দির সংখ্য ছয় লাখ। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর বন্দিদের সংখ্যার দিক দিয়ে ব্রাজিলের অবস্থান চতুর্থ। দেশটির কারাগারগুলোতে মানবাধিকার লঙ্ঘন হয় বলে অভিযোগ আছে।