পিরামিডের কাছে রহস্যময় ‘ভিনগ্রহের’ কফিন!

Looks like you've blocked notifications!

মিসরে প্রাচীন পিরামিডের কাছে বাক্সের মতো রহস্যময় কফিনের সন্ধান মিলেছে। অনেকের বিশ্বাস, এই কফিন ভিনগ্রহের!

মিসরের নিম্নাঞ্চলে গিজার গ্রেট পিরামিড থেকে ১২ মাইল দক্ষিণে মেমফিসের কাছে সাকারার একটি কবরস্থানে গ্রানাইট পাথরের বক্সের সন্ধান পাওয়া যায়।

ইউএফও (ভিনগ্রহের যান) বিশ্বাসীরা বলছেন, প্রত্যেকটি বক্সই অসাধারণ। এর প্রযুক্তি কৌশল একুশ শতকের মানের।

এলিয়েন তাত্ত্বিক ব্রায়েন ফোয়েরস্টার কফিনের বর্ণনা দিতে গিয়ে বলেন, ১০০টন ওজনের এই পাথরের বক্সের উপরি ভাগে ৩০ টন ওজনের ঢাকনা রয়েছে।

প্রাচীন মিসরীয়রা কীভাবে, কোন প্রযুক্তি ব্যবহার করে এত সুদক্ষভাবে পাথর কেটে এই বক্স তৈরি করেছে, অনেকের কাছে তা বোধগম্য নয়।

ইউএফও গবেষকরা বলছেন, পাথরের এই বক্সের ডিজাইন ভিনগ্রহীদের করা। কিন্তু কিছু লোক বলছে, এটা আশ্চর্যের কোনো বিষয় নয়, কারণ প্রাচীন মিসরের প্রকৌশলীরা অসাধারণ কিছু করতেই দক্ষ ছিলেন।