কিশোরীকে তুলে আছাড় মারল পুলিশ!

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি স্কুল। হঠাৎ হাতাহাতি শুরু হয়ে যায় কিশোরী দুই শিক্ষার্থীর মধ্যে। মারামারি থামাতে ঘটনাস্থলে আসেন এক পুলিশ কর্মকর্তা। এর পর হঠাৎ এক কিশোরীকে তুলে মারলেন এক আছাড়!
স্থানীয় সময় গত মঙ্গলবার ঘটনাটি ঘটে। ওই কিশোরী গুরুতর আহত হয়েছে। পুরো ঘটনাটির ভিডিও মুঠোফোনে ধারণ করেছে ওই স্কুলেরই আরেক শিক্ষার্থী আহুন্না আকপুদা। পরে তা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশ করে সে। পুলিশ কর্মকর্তার এমন কাজে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
আহুন্না আকপুদা জানায়, ওই পুলিশ কর্মকর্তা কিশোরীকে আছাড় মারে। তার পর তাকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে ওই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক সিবিএস নিউজকে বলেন, ‘একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কখনোই একটি শিশুকে ওভাবে আঘাত করা উচিত নয়, বিশেষ করে মেয়েশিশুদের সঙ্গে তো নয়ই।’
এ ব্যাপারে স্থানীয় শহর পুলিশ জানিয়েছে, দে লোস স্যান্তোস নামের ওই পুলিশ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।