ব্রাজিলে কারাগারে আবারও হামলা, নিহত ৪

Looks like you've blocked notifications!
ব্রাজিলের আমাজোনাস প্রদেশে রোববার একটি কারাগারে হামলায় নিহত হয়েছেন চারজন। ছবি : এএফপি

ব্রাজিলের আমাজোনাস প্রদেশের কারাগারে আবারও সন্ত্রাসী হামলায় চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির আমাজোনাস প্রদেশের রাজধানী মানাউসে একটি কারাগারে  হামলার ঘটনা ঘটে। এ নিয়ে ব্রাজিলের বিভিন্ন কারাগারে এক সপ্তাহে চলা হামলা ও সংঘর্ষে নিহত হয়েছেন প্রায় ১০০ জন।

গত শুক্রবার ব্রাজিলের মন্টি ক্রিসটো ফার্ম কারাগারে (পিএএমসি) এক হত্যাকাণ্ডে নিহত হন ৩১ জন।

এর আগে মানাউসের কারাগারে ১৭ ঘণ্টার দাঙ্গায় ৫৬  বন্দি নিহত হন। বেশ কয়েকজন বন্দি সে সময় কারাগার থেকে পালিয়ে যান।

গত বছরের জুলাই থেকেই মাদক গোষ্ঠী ফার্স্ট ক্যাপিটাল কমান্ড (পিসিসি) ও রেড কমান্ডের (আরসি) মধ্যে সংঘর্ষ চলে আসছে। এদের মধ্যে অস্ত্রবিরতি চলে। তবে জুলাই মাস থেকে সে বিরতি প্রত্যাহার করা হয়।

ব্রাজিলে কারাবন্দির সংখ্য ছয় লাখের বেশি। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর বন্দিদের সংখ্যার দিক দিয়ে ব্রাজিলের অবস্থান চতুর্থ। দেশটির কারাগারগুলোতে মানবাধিকার লঙ্ঘন হয় বলে অভিযোগ আছে।