শরণার্থীকে লাথি দেওয়া সেই নারী সাংবাদিকের কারাদণ্ড

Looks like you've blocked notifications!

সার্বিয়ার সীমান্তে ছবি তুলতে গিয়ে শরণার্থীকে লাথি দেওয়া হাঙ্গেরির সেই নারী সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ শুক্রবার বিবিসি জানায়, গত বছরের ১৫ সেপ্টেম্বর হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে শরণার্থীরা পুলিশ বেষ্টনী ভেঙে পালানোর চেষ্টা করে। সেখানে পেট্রা ল্যাসলো নামের ওই নারী সাংবাদিক ছবি তুলতে যান। এ সময় পালানোর চেষ্টাকালে দুই শরণার্থীকে লাথি দিয়ে ফেলে দেন তিনি। এদের মধ্যে একটি ছোট মেয়েও ছিল।

আরেক ভিডিওতে দেখা যায়, কোলে করে শিশু নিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে লাথি মারছেন ওই নারী সাংবাদিক।

বিচারক ইলেস নানাসি বলেন, লাসলোর আচরণ ছিল সামাজিক মূল্যবোধের পরিপন্থী। যে আইনজীবীর মাধ্যমে ওই নারী সাংবাদিক নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, বিচারক তাঁর ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি আরো জানায়, হাঙ্গেরির সেজিদ জেলা আদালতে শুনানির সময় মাঝেমধ্যেই ওই নারী সাংবাদিককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

লাসলো বলেন, ‘আমি ঘুরেই দেখি কয়েকশ মানুষ আমার দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসছে। এটা ছিল ভয়ানক। ওই ঘটনার পর  তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।’ তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।