সিংহের হামলায় মার্কিন নারী নিহত

Looks like you've blocked notifications!

দক্ষিণ আফ্রিকায় সিংহের হামলায় প্রাণ হারালেন এক নারী। এতে অন্য আরেকজন গুরুতর আহত হয়েছেন। জোহানেসবার্গের বাইরে একটি পার্কে গাড়িতে ভ্রমণের সময় তাঁরা হামলার শিকার হন। জানালার কাচ খোলা থাকায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

পার্কের ম্যানেজার স্কট সিম্পসনের উদ্ধৃতি দিয়ে ব্রিটেনভিত্তিক দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, সিংহটি গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে ওই নারীকে কামড়ায়। তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর সঙ্গী পুরুষও গুরুতর আহত হন। 

সিম্পসন বলেন, ‘আমাদের কর্মীরা সিংহটিকে গাড়ি থেকে সরিয়ে আনার চেষ্টা করছিল। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।’ 

‘পার্কে দর্শনার্থীদের গাড়ির জানালার কাচ খুলে রাখা নিষেধ। আমরা এ ব্যাপারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। আমরা পার্কের সব জায়গায় গাড়ির জানালা বন্ধ রাখার কথা লিখে রেখেছি। এ ছাড়া পার্কে প্রবেশের সময় দর্শনার্থীদের হাতে এ ব্যাপারে একটি সতর্কবার্তাও দিই। আমি আসলে বুঝতে পারি না, এর পরও কেন মানুষ গাড়ির জানালা খোলা রাখেন,’ যোগ করেন সিম্পসন। পার্কটিতে গত চার মাসে তৃতীয়বারের মতো এ ধরনের হামলার ঘটনা ঘটল।