ইতালিতে পরপর ৩টি ভূমিকম্প

Looks like you've blocked notifications!

ইতালির মধ্যাঞ্চলে ৫০ মিনিটের ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়।

তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইউরোপের ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, প্রথম ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর ৫০ মিনিট পর দ্বিতীয়বার ভূমিকম্পটির মাত্রা বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৭। তৃতীয় ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৫ মাত্রার।

ভূমিকম্পের পর রোমের পাতাল ট্রেন সেবা স্থগিত করা হয় এবং শহর-গ্রামে শিশুদের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

তুষারপাতের কারণে শহর ও গ্রামের যে স্কুলগুলো আগে থেকে বন্ধ করা হয়েছিল না, ভূমিকম্পের পর সেগুলোও বন্ধ করা হয়।

গত বছর দেশটির পাহাড়ি অ্যামাট্রিসা শহরে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাতে ভবনধসে অন্তত ৩০০ জন মারা যান।

অ্যামাট্রিসা শহরের মেয়র সার্জিও পিরোজ্জি বলেন, ‘আমরা খারাপ কী করেছি আমি জানি না। এ বিষয়টি আমি গতকাল থেকেই বলছি। আমরা দুই মিটার পুরো তুষারের মধ্যে পড়েছি আর এর মধ্যে ভূমিকম্প হলো। আমি কী বলব? আমার ভাষা নেই।’