ঘণ্টায় ৪৯ হাজার গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড

Looks like you've blocked notifications!
ভুটানের তরুণদের কীর্তিটি স্বীকৃতি পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের। ছবি : টুইটার থেকে সংগৃহীত

বৃক্ষরোপণে অনন্য নজির স্থাপন করেছে ভুটানের তরুণ স্বেচ্ছাসেবীদের একটি দল। ১০০ জনের এ দলটি এক ঘণ্টায় লাগিয়েছে ৪৯ হাজার ৬৭২টি গাছ।

বিবিসির খবরে বলা হয়, প্রায় ৫০ হাজার গাছ লাগিয়ে ভুটানের ওই তরুণরা আগের করা একটি রেকর্ড ভেঙেছে। এর আগে ঘণ্টায় ১০ হাজার গাছ লাগানোর একটা রেকর্ড ছিল। তিন বছর আগে ভারতের একটি দল এ রেকর্ড গড়েছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, ভুটানের তরুণদের দলটি ব্যতিক্রমী এ কাজের জন্য রাজধানী থিম্পুতে জড়ো হয়েছিল।

হিমালয়সংলগ্ন দেশটিতে পরিবেশ সংরক্ষণে বিশেষ মনোযোগী সরকার। দেশটির ৭৫ শতাংশই বনভূমি।

বৃক্ষরোপণ কর্মসূচির সংগঠক কর্মা শেরিং বলেন, ‘গোটা দেশই খুশি। আমাদের বিশ্বরেকর্ড দেখিয়েছে, ভুটানের তরুণ প্রজন্ম স্বচ্ছ ও সবুজ ভবিষ্যৎ চায়। এ বিষয়ে আমরা কোনো আপস করব না।’

ভুটানের তরুণদের গড়া এ রেকর্ড নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও ভুটানের এই সাফল্যগাথার কথা উল্লেখ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে কর্মা শেরিং বলেন, ‘ভুটানের সাবেক রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুক পরিবেশকে ভালোবাসতেন। আমরা সে কারণে তাঁকে পছন্দ করি।’ তিনি বলেন, ‘জিগমে ২০১৫ সালে ৬০তম জন্মদিন পালন করবেন। এই জন্মদিনে এতগুলো গাছ লাগানোর চেয়ে বড় উপহার আর কী হতে পারে?’