ট্রাম্পের নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারত পাকিস্তানও
শরণার্থী ও সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার পর ক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্ব। এর মধ্যে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ওই নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারত দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের নামও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এমন এক খবরে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রাইনস প্রাইবাসকে উদ্ধৃত করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে আলাপকালে প্রাইবাস জানিয়েছেন, এটি মুসলমানদের ওপর বিদ্বেষপ্রসূত কোনো সিদ্ধান্ত নয়। যে দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ওই দেশগুলোতেই সন্ত্রাস ও জঙ্গিবাদের ঝুঁকি বিশ্বে সবচাইতে বেশি।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জানান, এর আগে মার্কিন কংগ্রেস এবং বারাক ওবামা প্রশাসন এই সাতটি দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের তালিকায় সবচাইতে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল।
প্রাইবাস আরো জানান, ওই তালিকায় ছিল পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশ। আর যেসব দেশগুলোতে সন্ত্রাসবাদের প্রবণতা রয়েছে, তাদের বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাইবাস বলেন, আপাতত ওই সাতটি দেশের মতো বিপজ্জনক এই দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে।
তবে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ।
এর আগে গত শুক্রবার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে সাত ‘অপরাধপ্রবণ’ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধঘোষিত এসব দেশ হচ্ছে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব দেশ সংঘর্ষ ও সন্ত্রাসপ্রবণ।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ ভিসাধারী অভিবাসী ও শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছেন আদালত।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) নামের একটি সংস্থা ট্রাম্পের আদেশের বিরুদ্ধে একটি মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় বিচারক অ্যান ডনেলি এ আদেশ দেন।

অনলাইন ডেস্ক