নেপালে আবারো ভূমিকম্প

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

নেপালে আবারো রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার দেশটির জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ৬৫ কিলোমিটার দূরে সিন্ধুপালচক জেলায়। এটি গত ২৫ এপ্রিলের ভূমিকম্পের পরাঘাত (আফটারশক) বলেই বিবেচিত হচ্ছে। এপ্রিলের এই ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে আট হাজার ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে সিন্ধুপালচকও রয়েছে।

নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিপর্যয়কর ভূমিকম্পের পর থেকে নেপালের অনেক স্থানেই প্রতিদিন তিন থেকে চারবার মৃদু ভূকম্পন অনুভূত হচ্ছে।